Adsense Approval পেলাম মাত্র ৬ ঘন্টায়! আপনি কেন পাচ্ছেন না?

 মাত্র ৬ ঘন্টায় Adsense Approval পেয়ে আমাদের ফেসবুক Group  একটা পোষ্ট করি। সেখানে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। বিশেষ করে যারা নতুন শুরু করেছে তাঁরা। অনেকের পোষ্ট দেখেছি ১৫ দিন বা এক মাসেও Approval পায় না। অনেকের বিভিন্ন সমস্যা দেখা দেয়।


আপনি কিভাবে আমার মতো একদিনের মধ্যেই Adsense Approval পাবেন, বিভিন্ন সমস্যা কেন হয়, সমস্যা সমাধানে কী করা যায়, এক কথায় ভেজাল ছাড়াই Adsense পাবেন বিস্তারিত জেনে নিন। 



Adsense Approval পেলাম মাত্র ৬ ঘন্টায় কীভাবে

গতকাল রাতে ৩ টার দিকে Site adsense এ যুক্ত করে Daredevil দেখতে দেখতে ঘুমিয়ে পড়ি। আজ রাতে মেইল খুলে দেখি ১২ টার সময় Approved হয়ে আছে। এইটাই প্রথম নয়, এর আগেও দুই বার একই রকম ঘটনা ঘটেছে এবং এই রকমই সময় লেগেছে। 


এটাকে অনেকের কাছে ঝরে বক মরে লাগতে পারে। কিন্ত এমন না, মাঝখানে নতুনদের মতো আবেগের বশে অনেক ডোমেইন এ Approval নেওয়ার চেষ্টা করে পাই নাই। হুদাই হুদাই গুগল একেক সময় একেক সমস্যা দেয়।


তাঁর পরে অনেক চিন্তা ভাবনা করে, এক্সপার্ট দের সাজেশন গুলো দেখে সেই অনুযায়ী কাজ করে এই চমকপ্রদ ফল পেলাম। আমি কি করেছি এবং আপনি কী কী ভুল করছেন তা নিচে থেকে জেনে নিন।


Adsense Approval পেলাম মাত্র ৬ ঘন্টায় কীভাবে


আপনি কেন Adsense Approval পাচ্ছেন না

শুধু আপনি না আমরা সকলেই শুরুতেই এইটাই ভাবি Adsense Approval পেলেই সব কাজ শেষ। তাই ফ্রি ব্লগার একাউন্ট খুলেই  আগে Adsense Apply করি। এক ভাই এর সাইট ইনবক্সে আমাকে শেয়ার করেছে, তাঁর সাইট এ গিয়ে দেখি মাত্র ১ টা পোষ্ট, উনি Aads এর এড লাগিয়ে রাখছে! 


আবার অনেকের ৪০ বা ৫০ টা পোষ্ট থাকে, কিন্ত লো কোয়ালিটি কনটেন্ট বলে Approval দেয় না। ভাই কথায় আছে ভালো জিনিস বেশি লাগে না। কোয়ালিটি কন্টেন্ট ১০ টাই যথেষ্ট ৫০ টা দিয়ে কী হবে। 


এমন করা যাবে না ভাই, আমি একদম নিজের মুখের ভাষায় বলছি তাই আপনার ভালো নাও লাগতে পারে কিন্ত সত্যটা আপনাকে মানতেই হবে। 


Adsense Approval পাওয়া খুবই সহজ আবার খুবই কঠিন। যদি নিয়ম মেনে কাজ করতে পারেন তাহলে ফল আপনার সামনে, আর নিয়ম না মানার ফল হয়ত আপনি নিজেই। তাহলে কিভাবে Approval পাবেন?

Adsense Approval পাওয়ার উপায়

অনেক যায়গায় অনেক কবিরাজের পরামর্শ নিয়েও কিন্ত লাভ হয় নাই। ভাই আমি কোন এক্সপার্ট না, আমি নিয়ে যা দেখেছি নিয়ে যা করে বার বার Approval পাচ্ছি সেই ধাপ গুলোই আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। 



যা যা করবেন

  • ব্লগার সাইট বা ওয়ার্ড প্রেস যেইটাই হোক সাইট খুলার পর YouTube দেখে ভালোভাবে কাস্টোমাইজ করবেন। কোন পাইরেসি থিম ব্যবহার করবেন না। অনেক ফ্রি থিম আছে সেগুলো ব্যবহার করবেন। 

  • সার্চ কনসোল, এনালিটিক্স সেটআপ করবেন Youtube দেখে, হাজার হাজার Tutorial আপনার অপেক্ষা করছে। শুধু “Blogger search console setup bangla” লিখে সার্চ মারেন একটা।

  • কাস্টমাইজেশন শেষ হলে, সহজ কিছু টপিক এ লিখবেন। বাংলা না ইংরেজি আপনার ব্যাপার। কিন্ত যা লিখবেন সেই বিষয় এ একদম বিস্তারিত লিখবেন। উদাহরণ সরূপ “কিভাবে ব্লগ পোষ্ট লিখতে হয়” এই বিষয় এ যখন লিখবেন তখন এই লিখা টুকু অর্থাৎ আপনার টপিক টি গুগলে সার্চ করলে নিচের দিকে কিছু রেজাল্ট দেখতে পারবেন। আপনার পোষ্ট ওই বিষয় গুলো সহ কভার করার চেষ্টা করবেন। ২ দিন না ৩ দিন যত সময় লাগুক আপনি ভালোভাবে লিখুন। কমপক্ষে ১৫০০ শব্দের বেশি লেখার চেষ্টা করবেন। এই ভাবে ১৫- ২০ টা পোষ্ট করবেন।

Adsense Approval পেলাম

Adsense Approval পেলাম



  • এর পর গুগল নিউজের Approval নিবেন যেন পোষ্ট গুলো সহজেই Index হয়ে যায়।

  • পোস্ট ইনডেক্স হলে তাঁর পর বেসিক লিংক বিল্ডিং শুরু করবেন, যেমন ফেসবুক পেইজ বানিয়ে সেখানে পোষ্ট এর লিঙ্ক শেয়ার করবেন, টুইটার, linedin সব যায়গায় পোষ্ট লিংক শেয়ায়র করবেন। সেই সাথে Blog Commenting করতে পারেন। Blog commenting নিয়ে বিস্তারিত অন্য পোষ্ট এ আলোচনা করবো, যদি আপনারা চান।

  • এই কাজ গুলো বিশেষ করে সহজ টপিক এ বিস্তারিত ভাবে যদি লিখতে পারেন তাহলে আপনার কাজ প্রায় শেষ। যদি কথা মতো কাজ করেন, যেভাবে বললাম কাজ করেন মাত্র ১ মাসেই আপনার সাইট এ Organic Visitor আসা শুরু করবে।

  • মেইন ফেক্ট এটা, আপনার সাইটে অর্গানিক ভিজিটর আনতে হবে। অরগানিক বলতে বোঝায় যখন আপনার টপিক এ সার্চ করলে আপনার সাইট  সামনে আসে, এবং মানুষ সেখান থেকে আপনার সাইট এ ভিজিট করে। 

  • ফ্রেশ সাইট শুরু করেন বা পুরাতন সাইট, এই পদ্ধতি ফলো করেন, ইনশাআল্লাহ আপনার কাজ হয়ে যাবে।


যা যা করবেন না

  • কোন প্রকার তারাহুরা করা যাবে না। 

  • মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে।

  • কারো পোস্ট কপি করে সাইটে পোষ্ট করবেন না।

  • মুভি, পিকচার ডাউনলোড এইসব কিছুনিয়ে না লিখায় ভালো (Approval এর আগে পর্যন্ত, পরেও রিস্ক থাকে কিন্ত কিছু ট্রিক্স খাটিয়ে করা যায়।)

  • যদি ইতিমধ্যে আপনার সাইটে ভিজিটর নাই, হুদায় কিছু পোষ্ট দিয়ে আবেদন করে বসেছেন, তাহলে সাইট এডসেন্স থেকে রিমোভ করে দিন। উপরের স্টেপ গুলো এক মাস ফলো করুন, অর্গানিক ভিজিটর আনুন তারপর আবেদন করুন। 

অর্গানিক ভিজিটর কেন

যদি এডসেন্স থেকে ডলার আয় করতে চান তাহলে অরগানিক ভিজিটর এর বিকল্প নাই। এই যে এই পোস্ট আপনার সাথে ফেসবুকে শেয়ার করছি, যদি এই সাইট এ এড থাকতো তাঁর পরেও টাকা আসতো না। আসলে খুব কম, তাহলে বলতে পারেন কেন এই পোষ্ট শেয়ার করছি?


আসলে আমি তেমন ভালো মানুষ না যে আপনার উপকার হবে এই কথা ভেবে এই পোষ্ট লিখছি,[এই কথা বললেও বিশ্বাস হবে না আমি জানি।] অনেকেই এই বিষয় এ যানতে চাচ্ছে, ইনবক্স এ নক দিচ্ছে সবাই কে প্রপার ভাবে বলতে পারছিলাম না তাই এই পোষ্ট লিখলাম। [[ আসল কথা একটু ভাব দেখাইলাম যে আমার টাইম নাই ইনবক্সে কথা বলার, Daredevil শেষ করতে হবে :) ]]


যদি পুরো পোষ্টএর সংক্ষেপ করি সেটা হয়, 

  • সেক্সি একটা ডিজাইন

  • কনসোল সেটাপ

  • সহজ টপিক খুঁজে বের করা

  • ভালোভাবে পোস্ট লিখা

  • নিউজ এপ্রুভ করা

  • লিংক করা

  • ১ মাস সময় নিয়ে নিয়মিত পোষ্ট লেখা এবং পোষ্ট করা

  • ৩০ থেকে ৩৫ দিন পরে আবেদন করে এডসেন্স পেয়ে যাওয়া

  • এপ্রুভ হয়ে গেলে আমাকে মিষ্টি খাওয়ানো (না হলে এড লিমিট খাইতে পারেন :) )


কিছু বিষয় যেমন সহজ টপিক খুঁজে বের করা অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে। অনেকের মনে আসছে কোন গুলো সহজ বুঝবো কীভাবে? লিঙ্ক বিল্ডিং কিভাবে করে? 


সকল প্রশ্নের উত্তর এই সাইট এ পেয়ে যাবেন। যদি ১০ জন এই পোস্ট এ কমেন্ট করেন তাহলে এই ব্লগ কে আগামি একমাস এ এডসেন্স approval নিয়ে দেখাব। সেই সাথে কিভাবে কি করতে হবে বিস্তারিত জানানো হবে। 


ডান পাশে Subscribe by email এ আপনার ই মেইল দিয়ে সাবস্ক্রাইব করুন, তাহলে পোষ্ট করার সাথে সাথে আপনার কাছে মেইল চলে যাবে :)



3 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন
নবীনতর পূর্বতন